0
এই নীতিমালায় স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হলেও তা কবে, কীভাবে ও কাদের নিয়ে গঠিত হবে, সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য নেই। কমিশন গঠনের আগ পর্যন্ত এর কর্তৃত্ব তথ্য মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ যত দিন কমিশন গঠিত না হবে ততদিন তথ্য মন্ত্রণালয়ের কাছেই বেসরকারি বেতার-টিভি জিম্মি হয়ে থাকবে, যেটি গণতান্ত্রিক দেশে চলতে পারে না। প্রায় দুই বছর হতে চলল, তবু এই কমিশনের ব্যাপারটি এখনও স্পষ্ট হওয়া যায়নি।