0
চার মাস আগের ঘটনা। তখনও রশিদ আলি থাকতেন মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যের মংডু গ্রামে। একদিন নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে দেখা হয়ে যায় স্থানীয় এক মাদ্রাসার হুজুরের সঙ্গে। এই হুজুরের কাছেই ছোটবেলায় কোরআন তেলাওয়াত শিখেছিলেন আলি। হালকা আলাপ শেষে হুজুর তাকে অদ্ভুত এক অনুরোধ করে বসলেন। আর অনুরোধটা এমন যে, এটি রাখতেই হবে। নয়তো প্রাণ যাবে...